Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হারতে ভুলে যাওয়া আলেক্সান্ডারকে হারানোর মিশনে অ্যান্থনি জসুয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ৩:১২ পিএম | আপডেট : ৩:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০২১

হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচে আগামী ২৫ সেপ্টেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন ব্রিটিশ বক্সার অ্যান্থনি জসুয়া ও ইউক্রেনের আলেক্সানডার ওসেক। লন্ডনের ফুটবল ক্লাব টটেনহ্যামের স্টেডিয়ামে হতে যাচ্ছে দুই হেভিওয়েটের এ লড়াইটি।

ইউক্রেনের বক্সার আলেক্সান্ডার নিজের ক্যারিয়ারে ১৮টি পেশাদার ম্যাচ খেলেছেন। হারেননি একটিতেও। এর মধ্যে প্রতিপক্ষকে নক আউট করে দিয়েছেন ১৩ বার। বক্সিং রিংয়ে যে হারের স্বাদ পেতে হয় এটিও যেন ভুলে গেছেন তিনি। তবে এবার আলেক্সান্ডারকে হারের স্বাদ দিতে রিংয়ে নামছেন জসুয়া। এই মিশনে তিনি কতটা সফল হবেন এটি দেখা যাবে ম্যাচের দিনই।

জসুয়ার বক্সিং রিংয়ের রেকর্ড বলে ছয় ফুট তিন ইঞ্চির আলেক্সান্ডারকে জসুয়ার বিপক্ষে ভুগতে হতে পারে।

ছয় ফিট ছয় ইঞ্চির উচ্চতা সম্পন্ন অ্যান্থনি জসুয়া ম্যাচ খেলেছেন ২৪টি। এর মধ্যে ২২ বারই নক আউটের মাধ্যমে প্রতিপক্ষ খেলোয়াড়কে হারিয়ে দিয়েছেন তিনি।

ভিডিও লিঙ্ক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বক্সিং

১৯ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ