Inqilab Logo

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ০১ কার্তিক ১৪২৮, ০৯ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
শিরোনাম

সালথায় ৭ বছরের শিশুর আত্মহত্যা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৪ পিএম

সালথায় ৭ বছরের শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শিশুটির নাম মোঃ জুনায়েদ ফকির (৭)। জুনায়েদ কাউলিকান্দার মালয়েশিয়া প্রবাসী কুরবান ফকিরের ছোট ছেলে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে। নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। জুনায়েদ ফকির স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণির ছাত্র।

জুনায়েদের দাদি তছিরন বেগম গণমাধ্যমকে জানিয়েছেন, জুনায়েদ বদ মেজাজি ছিল। জুনায়েদর ফুফু নিলুফা জানান, জুনায়েদর ইচ্ছার বাইরে কোন কিছু করলেই ঘরের আসবাবপত্র নষ্ট করে ফেলতো।

মর্মান্তিক আত্মহত্যার খবর পেয়ে ছুটে যান সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এ রিপোর্ট লিখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।

সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) আসিকুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ