Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানকে দেয়া কথা রাখবে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৪ পিএম

আগামী ডিসেম্বরে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। এ সফরটি বাতিল করার কোন ইচ্ছা নেই দেশটির ক্রিকেট বোর্ডের। এমনটি জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী অফিসার জনি গ্রেভ। ত্রিনিদাদ নিউজডে নামক একটি সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি।

এ ব্যপারে জনি গ্রেভ বলেন, 'এ মূহুর্তে আমরা তাদের সফরের ব্যপারে যে কথা দিয়েছি তা পূর্ণ করার ইচ্ছাই আছে। আমরা খুব ভালো প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি, ২০১৮ সালে পাকিস্তান সফরের সময় যেভাবে করা হয়েছিল। সবসময় স্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষকরা যেভাবে অন্য সফর গুলোর ক্ষেত্রে প্রক্রিয়া সম্পন্ন করে, এবারো তাই হয়েছে।'

তিনি আরো বলেন, 'আমরা প্রথম যা করব তা হলো সবকিছুতেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব। পিসিবি ও নিরাপত্তা পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলব। তারপর খেলোয়াড়দের সঙ্গে বসব তাদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য। সেখানে তাদের কাছে সবকিছু পরিষ্কার করব ও সব তথ্য জানাব। আমরা এখন এ প্রক্রিয়ার একদম শুরুতে আছি।'

ডিসেম্বর মাসে পাকিস্তানে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের।

নিউজিল্যান্ড পাকিস্তানে এসেও কোন ম্যাচ না খেলে চলে যাওয়ার পর ও ইংল্যান্ড সিরিজ বাতিল করার পর ওয়েস্ট ইন্ডিজের সফরটি সামনে চলে এসেছে। কিন্তু দুই দলের এ সিরিজটি মাঠে গড়াতে আরো দুই মাসের বেশি সময় বাকি আছে। সূত্র : ত্রিনিদাদ নিউজডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ