অবৈধ টোলের চাঁদাবাজদের আক্রমণে মাগুরা উপজেলা ভাইস চেয়ারম্যান আহত

কামারখালী সেতুতে অবৈধ টোল আদায়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী চাঁদাবাজদের আক্রমনে মারাত্মক জখম হয়ছে মাগুরা পৌর
সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে নিখোঁজ হয়েছেন তানজিম আহমেদ নামের এক কিশোর। নিখোঁজ তানজিম আহমেদ স্থানীয় কচুয়াবহর গ্রামের আব্দুল শফিকের পুত্র ও এনজিএফএফ স্কুলের দশম শ্রেণির ছাত্র। তার পিতা আব্দুল শফিক জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তানজিম কোন বন্ধুর বাসায় এসাইনমেন্ট আনার জন্য যায়। এর পরে আর ফিরে আসেনি সে। তিনি আরো বলেন, তানজিম ঐ বন্ধুর বাসায়ও যায় নি। আজ (শনিবার) পর্যন্ত অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান না পেয়ে তিনি ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরি নং- ৯৮৫।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।