Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাঁচবিবির এলবি পাইলট উচ্চবিদ্যালয় অনিয়মে ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা

জয়পুরহাটের পাঁচবিবিতে এলবি পাইলট সরকারি উচ্চবিদ্যালয় নানান সমস্যায় জর্জরিত। শিক্ষক সংকট, অভ্যন্তরীণ ও সরকারি তহবিলের যথাযথ ব্যবহার না করা এবং প্রধান শিক্ষকের অনিয়মিত উপস্থিতির কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টি ১৯৪০ সালে স্থাপিত হয়। ১৯৮৭ সালে জাতীয়করণ করা হয়। মোট ছাত্র সংখ্যা ৫৮৭ জন। প্রধান শিক্ষকসহ ২৬টি পদের মধ্যে ১৫টি শিক্ষক পদ খালি রয়েছে। বাংলায় ৩টি, ইংরেজিতে ৩টি, গণিতে ৩টি, সামাজিক বিজ্ঞানে ২টি, জীববিজ্ঞানে ১টি, ব্যবসায় শিক্ষায় ২টি ও চারুকলা বিষয়ে ১টি পদ দীর্ঘদিন থেকে খালি থাকায় ঠিকমতো ক্লাস হয় না। সিলেবাস অসমাপ্ত রেখেই শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এক সময়ে রাজশাহী বিভাগের নাম করা এই বিদ্যালয়টি এখন ফলাফলের দিক থেকে উপজেলায় শুনাম ধরে রাখতে পারছে না। এ বছর এসএসসি পরীক্ষায় মাত্র ৭ জন জিপিএ-৫ পেয়েছে। ফলাফল বিপর্যয়ের কারণে সচেতন অভিভাবকরা সন্তানদের নিয়ে চিন্তিত। সরেজমিন বিদ্যালয়ে গিয়ে ছাত্রদের সাথে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না। আইসিটি ক্লাসে কম্পিউটার ও প্রজেক্টর ব্যবহার করা হয় না। প্র্যাকটিক্যাল করানো হয় না। খেলাধুলার সরঞ্জামাদি ও স্কাউট দলের ড্রেস নেই। অথচ এসব খাতে অর্থ আদায় করা হয়। প্রতি মাসে ৭৫ টাকা করে টিফিন ফি নেয়া হলেও ১০ থেকে ১২ দিন খেতে দেওয়া হয়। প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। যদি কোনো দিন আসেন তবে রুম থেকে বের হন না। একদিন (ট্রেনযোগে) অফিস করতে প্রধান শিক্ষককে ১৮০ কিলোমিটার যাতায়াত করতে হয়। এখন পর্যন্ত কোনো ক্লাসে খোঁজখবর নিতে আসেননি বলে ছাত্ররা অভিযোগ করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক দিলরুবা রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, লোকে নানান কথা বলবেই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক বলেন, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। মিটিং ডেকেও তাকে পাওয়া যায় না। অভ্যন্তরীণ ও সরকারি তহবিলের সদ্ব্যবহার করেন না। এসব বিষয়ে এডিসি (জেনারেল)-কে প্রধান করে তদন্ত কমিটি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাঁচবিবির এলবি পাইলট উচ্চবিদ্যালয় অনিয়মে ব্যাহত শিক্ষা কার্যক্রম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ