Inqilab Logo

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ৩১ আশ্বিন ১৪২৮, ০৮ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

সিলেটে করোনায় মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে ৩ জনে, শনাক্ত ২৬

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৯ পিএম

হঠাৎ করেই গত চব্বিশ ঘন্টায় বেড়েছে করোনায় মৃতের সংখ্যা সিলেটে। ওই সময়ে মারা মারা গেছেন ৩ জন। তবে শনাক্তের সংখ্যা অবশ কমে ২৬ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রোববার) সকাল ৮টার মধ্যে ৩ জন করোনা রোগী মারা গেছেন সিলেট। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৫৬ জন। এর মধ্যে ওসমানীতে ১১৬ জন সহ সিলেট মৃতের সংখ্যা ৯৬৫ জন, সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৭ জন রয়েছেন হবিগঞ্জে। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে। এর মধ্যে সিলেট শনাক্ত হন ১৯ জন, সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ৩ জন ও ১ জন রয়েছেন হবিগঞ্জের। ৮১০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ৩ দশমিক ২১ ভাগ। আগের ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছিলেন ২৭ জন করেনাা রোগী । এরও আগের দিন শনাক্ত হন ৩১ জন রোগী। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪৯৫ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৯৪ জন সহ সিলেট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৬২ জন, সুনামগঞ্জের ৬২৩৪ জন, মৌলভীবাজারের ৮০৮১ জন ও ৬৬১৮ জন রয়েছেন শনাক্তের হবিগঞ্জে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, সুস্থ হয়েছেন ৫১ জন।
বর্তমানে ৭৯ জন করোনা রোগী ভর্তি আছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ