Inqilab Logo

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ৩১ আশ্বিন ১৪২৮, ০৮ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

সিনেমা নির্মাণে নিয়মিত হবেন রোজিনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা পরিচালিত সিনেমা ফিরে দেখা’র কাজ শেষ পর্যায়ে। সিনেমাটির এখন এডিটিং চলছে। আগামী ডিসেম্বরে এটি মুক্তি পাবে বলে জানান রোজিনা। তিনি জানান, পরিচালনায় নিয়মিত হতে চাই। বছরে অন্তত একটি সিনেমা পরিচালনা করার ইচ্ছা আছে। ইতোমধ্যে নতুন একটি সিনেমার প্রস্তুতি নিয়েছি। এর প্রি-প্রডাকশনের কাজ চলছে। এর গল্প হবে, জীবনধর্মী ও সামাজিক। বিনোদনের বিষয়গুলোও থাকবে। চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে রোজিনা বলেন, আমি আশাবাদী মানুষ। আশা নিয়েই বাঁচি। আমার আশা, চলচ্চিত্র আবার আগের অবস্থায় ফিরে আসবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলচ্চিত্রের বিকাশ ঘটবে। শুধু আমাদের দেশ নয়, দেশের বাইরেও আমাদের চলচ্চিত্র ছড়িয়ে পড়–ক, এটা চাই। এদিকে রোজিনা আগামী মাসে এক মাসের জন্য দেশের বাইরে যাচ্ছেন। অক্টোবরের ১৪ তারিখ দুবাই যাবেন। সেখান থেকে নিউইয়র্ক। নভেম্বরের ২০ তারিখ দেশে ফিরবেন। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোজিনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ