Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

রামগড় স্বাস্থ্য বিভাগ টিকা প্রদানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

রামগড়(খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ৪:৪৭ পিএম

সারাদেশের ন্যায় রামগড় উপজেলা স্বাস্থ্য বিভাগ টিকা প্রদানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে। উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ প্রতীত সেন বলেন, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর এইদিনে গোপালগঞ্জের মধুমতি নদী টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। এদিনটিকে স্বরণীয় করে রাখতে অত্র উপজেলায় টিকাদান কেন্দ্র যথাক্রমে রামগড় ইউনিয়ন পরিষদে- ৮৬২,

পাতাছড়া ইউপিতে- ৩৮৫, হাফছড়ি-১১৮৯

স্বাস্থ্য কমপ্লেক্স এ - ৯০০ জনসহ সর্বমোট ৩৩৩৬ জনকে আবেদন মূলে করোনা টিকা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ১নং ও ২নং ইউপি চেয়ারম্যান শাহআলম মজুমদার ও মনিন্দ্র ত্রিপুরা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান- কার্বারী,রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মী, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সদস্য-সদস্যাগন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রীর জন্মদিন পালন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ