Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে পাচারকালে ডিমলা সীমান্তে চামড়া আটক

প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ ছাগলের চামড়া উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোরে টহলকালে জেলার ডিমলা উপজেলার তিস্তা নদী সীমান্তপথে ভারতে পাচারের সময় ৫৩৭টি ছাগলের চামড়া উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি। জানা যায়, ওই চামড়াগুলো সীমান্তবর্তী ছোটখাতা এলাকার একটি বাঁশঝাড়ে প্যাকেটের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ছিল। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৪ হাজার ৮৬০ টাকা। ৭ ব্যাটালিয়ন বিজিবি ডিমলা উপজেলার থানেরহাট বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাজেদ আলী জানান, তাদের কাছে খবর আসে সীমান্তপথে পাচারকারীরা চামড়ার একটি চালান ভারতে পাঠাবে। এমন খবরে রাতভর তারা সীমান্তে টহল জোরদার করে। ভোরের দিকে বেশ কিছু পাচারকারী মাথায় করে বস্তা নিয়ে ভারত সীমান্তের ছোটখাতা এলাকার একটি বাঁশঝাড়ে জমা করছিল। তাদের ধাওয়া করলে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতে পাচারকালে ডিমলা সীমান্তে চামড়া আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ