Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সবকিছু চলছে শুধু স্টেজ শো বন্ধ-আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর সঙ্গীতের পাশাপাশি অনলাইন ব্যবসায় জড়িয়েছেন। মখমল বাই আঁখি আলমগীর নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন। এতে তার নিজের ডিজাইন করা শাড়ি ও পোশাক পাওয়া যায়। ইতোমধ্যে তার এ ব্যবসা বেশ ভাল চলছে বলে আঁখি জানান। এদিকে গান নিয়েও তিনি ব্যস্ত সময় পার করছেন। স¤প্রতি সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ফোক স্টেশনের জন্য জে কে মসলিশের সঙ্গীতে ৬টি ফোক গান গেয়েছেন। গানগুলো ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে। আঁখি বলেন, ফোক গান তেমন গাওয়া হয় না। এবার করলাম। এর বাইরে চলচ্চিত্রের গান করছি। স্টেজ শো বন্ধ থাকা নিয়ে আঁখি বলেন, এরইমধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন শিল্পী-মিউজিশিয়ানরা। যারা শুধু স্টেজের ওপর নির্ভর, তাদের অবস্থা অনেক খারাপ। এত সময় ধরে শো বন্ধ থাকবে, তা ভাবা যায়নি। তবে সবকিছু চলছে, শুধু স্টেজ শো বন্ধ। এই পরিস্থিতি কবে ঠিক হবে, তা জানা নেই। শিল্পী-মিউজিশিয়ানরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত এখান থেকে বের হওয়ার পথ দেখছি না। তিনি বলেন, তবে আমরা একে অপরের পাশে থাকতে পারি। কারণ সঙ্গীত একটি পরিবার। পরিবারের সবার দেখভালের দায়িত্ব আমাদের সবার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ