Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সীতাকুন্ডে মালবাহী ট্রেন লাইনচ্যুত

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

চট্টগ্রামের সীতাকুন্ড ফৌজদারহাট রেল স্টেশন এলাকায় মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে কর্তৃপক্ষ প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর উদ্ধার তৎপরতা শুরু করেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ফৌজদারহাট রেল স্টেশন এলাকায় চট্টগ্রাম মুখী ট্রেনটি লাইনচ্যুত হলে এতে দুটি বগি রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
জানা গেছে, এদিন বেলা আনুমানিক ১১টার সময় চট্টগ্রাম মুখী একটি মালবাহী ট্রেন উপজেলার ফৌজদারহাট স্টেশন এলাকা অতিক্রম করছিল। এসময় হটাৎ বিকট শব্দে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে স্টেশনের আশপাশে থাকা সাধারণ মানুষ ও ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এতে ট্রেনের কোন যাত্রী হতাহত হননি। পরে ফৌজদাহাট স্টেশন থেকে দুর্ঘটনার খবর চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে দুপুর আড়াইটার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেন এবং তারা উদ্ধার তৎপরতা শুরু করেন। ফৌজদারহাট জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস আই মো. জহিরুল ইসলাম দৈনিক ইনকিলাবকে জানান, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দিকে যাওয়ার সময়ে ফৌজদারহাট স্টেশন এলাকায় ট্রেনের ১৩ ও ১৪ নম্বর বগি দুটি লাইনচ্যুত হয়ে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীর পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্তাসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কাজ চালিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিগুলো উদ্ধার করার খবর পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ