স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন শক্তিশালীকরণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী

সংশোধনীর মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের উদ্যোগ গ্রহণ করায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে তামাকবিরোধী ২১
করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়ানোসহ সরকার ও প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইসলামি বক্তা মুফতি কাজী মো. ইব্রাহীমকে ১০ দিনের রিমান্ডে চাচ্ছে পুলিশ।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান এই রিমান্ড আবেদন জানান।
এ দিন বিকেল সাড়ে ৩টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে মোহাম্মদপুরের লালমাটিয়ার বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১/৩৫ ধারায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই তার ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
এছাড়া প্রতারণার অভিযোগে একই থানায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।