Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্যের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনায় টিপিপি সদস্যরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

মুক্ত বাণিজ্য চুক্তির জন্য গঠিত ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নামের ১১ সদস্যের জোটে অন্তর্ভুক্ত হতে চায় যুক্তরাজ্য। এ বিষয় নিয়ে আলোচনা করতে জোটের ওয়ার্কিং গ্রæপের প্রথম ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জোটের সদস্য ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত দেশ জাপান সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ২০১৮ সালে চুক্তি অনুযায়ী, মুক্ত বাণিজ্যের বিষয়ে কাজ শুরু করে অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে অনেক দেশই জোটটির সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ২০১৭ সালে জোট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে নিজেদের যুক্ত করতে অনুরোধ জানায় যুক্তরাজ্য। চলতি মাসের শুরুতেই চীন ও তাইওয়ান এ চুক্তির আওতায় আসতে আবেদন করে। জাপানের সভাপতিত্বে ভার্চুয়াল ওয়ার্কিং গ্রæপের মিটিংয়ে যুক্তরাজ্যকে জোটের অন্তর্ভুক্ত করা যায় কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কিয়োডো।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ