Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২১, ১২:৪৭ পিএম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের আকাশ থেকে গতকাল (বৃহস্পতিবার) ড্রোনটি ভূপাতিত করা হয় এবং এটি লেবাননের ভূখণ্ডের ওপরে পড়ে।

হিজবুল্লাহর দেয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে লেবাননের আল-মানার টেলিভিশন জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের ড্রোনটি লেবাননের আকাশ সীমায় প্রবেশ করেছিল কিন্তু হিজবুল্লাহ যোদ্ধারা যথাযথ অস্ত্র দিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটের সময় সেটি ভূপাতিত করে।

আল-মানার জানিয়েছে, দক্ষিণ লেবাননের তাইয়ের শহরের কাছে মারইয়ামিন উপত্যকার আকাশে ওড়ার সময় সেটিকে ভূপাতিত করা হয়।এদিকে, ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে ড্রোনটি নিয়মিত তৎপরতা চালাচ্ছিল। ঘটনাটি তারা তদন্ত করে দেখছে।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ