Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তনুর পুনঃ ময়নাতদন্তের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের শিকার গৃহবধূ নিলুফা আক্তার তনু (১৯)’র পুনঃ ময়নাতদন্তের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে এ মানববন্ধন হয়। এতে এলাকার শত শত নারী ও পুরুষ একং শিশুরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসময় প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মানববন্ধনে বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, গত ১০ মে সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের চান মিয়া মুন্সির মেয়ে নিলুফা আক্তার তনুর সাথে একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার আহাদ আলীর প্রবাসী ছেলে আহমদ আলীর (৩২) বিয়ে হয়। বিয়ের মাত্র তিন মাস না পেরোতেই গত ২১ আগস্ট স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে তাকে হত্যা শেষে ফাঁসিতে ঝুলার নাটক সাজায়। ঘটনার পর তনুর স্বামীর বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালায়। যৌতুকের কারণে স্বামীর নির্যাতনে তার মৃত্যু হলেও ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন থাকলেও জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা ময়না তদন্তে প্রতিবেদনে তা এড়িয়ে গেছেন। আমরা পুনরায় ময়না তদন্ত প্রতিবেদনের দাবি জানাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তনুর পুনঃ ময়নাতদন্তের দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ