Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডি১সি নিয়ে আসছে নকিয়া

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

এমন এক সময় গেছে যখন বিশ্বের মোবাইল ফোন বাজারের প্রায় পুরোটাই ছিল তাদের দখলে, সেই নকিয়া যেদিন ফোন তৈরি বন্ধ করার ঘোষণা দিলো সেদিন ভেঙে পড়েছিলেন অনেকেই। তাদের জন্য সুখবর হল, ‹নকিয়া ডি১সি› নিয়ে ফিরছে নকিয়া। স্মার্টফোনের ভবিষ্যৎ যে অ্যান্ড্রয়েড-ই তা বুঝতে পেরেছে নকিয়া। তাই এবার তারা যে ফোন আনছে তাতে থাকছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ, অ্যান্ড্রয়েড ৭.০ নাগোট। গত এক সপ্তাহে দু›বার সেই ফোনের স্পেসিফিকেশন ভেসে উঠেছে বেঞ্চমার্ক সফটওয়্যারে। আর সেখান থেকেই ফাঁস হয়েছে নকিয়ার নতুন ফোনের নানান তথ্য। নকিয়া ডি১সি-তে থাকছে কোয়ালকম ৪৩০ অক্টাকোর চিপসেট, যা ১.৪ গিগাহার্টজে ক্লক করা। সঙ্গে অ্যাড্রেনো ৫০৫ জিপিইউ। আর থাকছে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমরি। সব থেকে বড় কথা নকিয়ার এই ফোনে থাকবে ফুল এইচডি ডিসপ্লে­। মাল্টিমিডিয়াতেও যে কোনো ফোনকে টেক্কা দিতে পারে ডি১সি- তে জুড়ে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। তবে এ বছর নয়; নকিয়া আগেই জানিয়েছে, আগামী বছর মোবাইল ফোনের বাজারে প্রত্যাবর্তন করবে তারা। বিশেষজ্ঞদের মতে, নিজেদের ক্ষমতা ও দুর্বলতার দিকগুলো চিহ্নিত করতে পারলে নকিয়ার পক্ষে মোবাইল ফোনের বাজার ফের দখল করতে বেশি কষ্ট করতে হবে না। স আদনান রিয়াদ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডি১সি নিয়ে আসছে নকিয়া

১১ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ