নকল পণ্য ও ভেজাল খাদ্য তৈরির দায়ে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানী ঢাকার কদমতলী ও ডেমরা এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল ও অনুমোদনহীন খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ
কারাগারে আটক থাকা এক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে তার পরীক্ষা নেয়া হয়। গতকাল শনিবার রাজধানীর কেরানীগঞ্জে ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার’-এ বসে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন ওই শিক্ষার্থী। কারাগার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পরিচয় প্রকাশ করেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ওই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে মহামান্য আদালতে নির্দেশে আমরা যথাযথ নিয়ম মেনে পরীক্ষা নিয়েছি। ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এসএম মাছুম বাকী বিল্লাহ, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক এবং প্রক্টর অফিসের একজন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। তার ব্যক্তিগত জীবনের কথা চিন্তা করে আমরা তার নাম প্রকাশ করছি না। শনিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২ পর্যন্ত কারা অভ্যন্তরেই ভর্তি পরীক্ষা দেন ওই শিক্ষার্থী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।