চাচার ট্রাক্টরের নিচে পড়ে প্রাণ গেল ভাতিজার
দিনাজপুরের মধ্যপাড়া খনি এলাকায় জমি চাষ করার সময় চাচার ট্রাক্টরের নিচে পড়ে ভাতিজা রাসেল বাবু নামে এক ৯ বছরের শিশু'র মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন
রাজশাহীর দুর্গাপুরে পলাশবাড়ী গ্রামে রবিবার সকালে পুকুরে পড়ে সাদিয়া খাতুন নামের আঠার মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের আব্দুস সামাদের মেয়ে। রোববার সকালে বাড়ির পাশে খেলার ছলে পুকুরে পড়ে গেলে এ ঘটনা ঘটে।
সাদিয়ার বাবা সামাদ জানান, তাঁর আঠার মাস বয়সী মেয়ে সাদিয়া হাঁটাচলা করে পুরো বাড়ি মাতিয়ে রাখত। তাঁর বাড়ির একবারে নিকটে পুকুর ছিল। গতকাল সকালে সাদিয়া বাড়ির সবার অজান্তে পুকুরে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পর বেলা সাড়ে ১০টার দিকে পুকুরে তাঁর মৃত ভেসে উঠে। এ সময় তাকে পুকুর থেকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।