ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা আহত ১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মহাসড়কে দুই বাসের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায়
বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী বিস্ফোরক মামলার আসামি জিয়াউল হক নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নর ৮নম্বর ওয়ার্ডের মৃত আনিছুল হক মাষ্টারের ছেলে। গতকাল সোমবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে সোপর্দ করা হয়। এর আগে একই দিন দুপুর ১২টা ১০মিনিটের দিকে তাকে বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পপুলার হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।