লিবিয়া থেকে অবৈধ ১৬০ যুবক দেশে ফিরেছে
স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে গিয়ে লিবিয়ার ডিটেনশন ক্যাম্পে আটকৃত আরও ১৬০ জন অবৈধ বাংলাদেশি যুবক আজ বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছে। এ বিষয়টি নিশ্চিত করেছে
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালকের নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল। এর আগে তিনি র্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল এম এ ইউসুফ। লে. কর্নেল মশিউর রহমান লে. কর্নেল খায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
আজ মঙ্গলবার খায়রুলের শেষ কর্মদিবস। তিনি (খায়রুল) আগের কর্মস্থল সেনাবাহিনীতে ফিরে যাচ্ছেন। সেখান থেকে নভেম্বরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাবেন বলে জানা গেছে। র্যাব সূত্রে এ সব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ বুধবার আনুষ্ঠানিকভাবে র্যাবের গোয়েন্দা শাখার দায়িত্ব গ্রহণ করবেন লে. কর্নেল মশিউর রহমান জুয়েল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।