Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিজ জয়ের প্রত্যয় তাসকিনের

প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রথম স্পেলে ২-০-১৯-০! নিয়ন্ত্রিত বোলিংয়ের বালাই নেই। ইনিংসের মাঝপথে সেই তাসকিনের হাতেই কি না বল তুলে দিলেন অধিনায়ক মাশরাফি! বলে গতি আছে যথেষ্ট, এমন পরিস্থিতিতে অতীতে দিয়েছেন আস্থার প্রতিদান তাসকিন। বল হাতে তুলে দিয়ে তাই নির্ভার ছিলেন মাশরাফি। দ্বিতীয় স্পেলের প্রথম বলেই দিলেন ব্রেক থ্রু। বেয়ারস্ট্রকে ফিরিয়ে উইকেটে পাহাড় হয়ে দাঁড়ানো ৭৯ রানের জুটিটা ভেঙে দিয়েই মেতে উঠলেন উৎসবে। ওই স্পেলে ইংলিশ ওপেনার বাটলার এবং ক্রিস ওকসও তার শিকার। ৫-০-১৬-৩, কি দুর্দান্ত স্পেলই না ছিল সেটি। ৮ বছর পর ম্যাচে ৪ উইকেট পেয়ে,২৫ ম্যাচ পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েও নিজের বোলিংয়ের চেয়েও বেশি কৃতিত্ব দিয়েছেন মাশরাফি তাসকিনের ওই স্পেলকে। 

এই স্পেলে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর কারন হিসেবে শর্ট ডেলিভারীর কথা করেছেন উল্লেখ তাসকিনÑ‘ওরা সবাই পেস বোলিংয়ের বিপরীতে খুব শক্তিশালী। আমি ও মাশরাফি ভাই খুব ভালো বল করতে পেরেছি। যদিও আমার প্রথম স্পেলের একটা ওভার খুব বেশি খরচ হয়ে গিয়েছিল। তাই দ্বিতীয় স্পেলে চেয়েছি অন্য কিছু, শর্ট বল করার চেষ্টা করেছিল।’ ম্যাচের টার্নিং পয়েন্ট জস বাটলারের উইকেট। রিভিউ আপীলে জিতে ওই আউটিই ম্যাচে ইংল্যান্ড ক্রিকেটারদের মেজাজ দিয়েছে বিগড়ে, বাংলাদেশ ফিল্ডারদের সঙ্গে বাদানুবাদ, অশোভন আচরন করেছেন ইংলিশ অধিনায়ক। তাই জস বাটলারের উইকেটকে মনে রাখবেন তিনি অনেক দিনÑ‘পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছি। ইংল্যান্ড দলে এখন গ্রেট ব্যাটসম্যান বাটলার। তার উইকেটটি নিতে পারায় দারুন ভাল লাগছে।’
তাসকিনের ওই একটি স্পেলে ম্যাচ জিতে সিরিজে ফেরায় তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ফেভারিট হিসেবে গন্য করছে সবাই। তবে ফেভারিট ভেবে আত্মতুষ্টিতে থাকার পাত্র নন তাসকিন। বরং এই জয়ে শেষ ম্যাচে বাড়তি কিছুর প্রেরনা পাবেন, আত্মবিশ্বাসী দেখাবে বাংলাদেশ দলকে, এটাই মনে করছেন তাসকিনÑ‘ফেভারিট ভেবে এগিয়ে যাওয়া কঠিন। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, সবাই যদি সুস্থ থাকি, তাহলে আশা করি আমরা সিরিজ জিততে পারবো। কারণ সিরিজের দ্বিতীয় ম্যাচ জেতার পর অনেক আত্মবিশ্বাস তৈরি হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিজ জয়ের প্রত্যয় তাসকিনের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ