গাজীপুরে ট্রেন-পিকআপের সংঘর্ষে ৩ জনের মর্মান্তিক মৃত্যু
.jpg)
গাজীপুরের কালিগঞ্জে ট্রেন-পিকআপের সংঘর্ষে পিকআপে থাকা ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ মে)
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাসিমা বেগম (৪৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাসিমা বেগম দড়িকান্দি এলাকার সুরুজ মিয়া ওরফে কামাল হোসেনের স্ত্রী।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-আমিন মিয়াজী জানান, গত ২০১৪ সালে ২৫০ পুরিয়া হেরোইন ও ৬০ পিছ ইয়াবাসহ নাসিমা বেগমকে গ্রেফতার করা হয়। পরে হেরোইন ইয়াবা বিক্রির দায়ে নাসিমা বেগমের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ২০১৬ সালের জুলাই মাসের ৩১ তারিখে হেরোইন বিক্রির দায়ে নাসিমা বেগমের যাবজ্জীবন ও ইয়াবা বিক্রির দায়ে ৫ বছরের সাজা প্রদান করেন নারায়ণগঞ্জ দায়রা জজ আদালত। তার পর থেকেই নাসিমা বেগম পলাতক রয়েছেন। সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।