Inqilab Logo

সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮, ৩০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

গফরগাঁওয়ে বিষপানে যুবকের আত্মহত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২১, ৫:০৪ পিএম

গফরগাঁও উপজেলা পল্লীতে ফরিদ (১৯) নামে এক যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় গত শুক্রবার রাতে তিনি মারা যান। উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বীর বখুরা গ্রামে শুক্রবার বিকালে বিষপানের ঘটনা ঘটে। তবে স্বজনদের দাবি, ফরিদ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। জানা গেছে, গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বীর বখুরা গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ফরিদ কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শুক্রবার আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে ফরিদ গোপনে নিজ বাড়িতে বিষপান করেন। স্বজনরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ফরিদের স্বজন শহিদুল ইসলাম বলেন, ফরিদের মানসিক সমস্যা ছিল। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

২৬ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ