Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আটকের পর ব্রিটিশ মডেল মুক্ত

প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কিম্বারলি মাইনারস (২৭) নামে সাবেক এক গ্ল্যামার গার্লকে আটক করে ব্রিটেনের পুলিশ। কিম্বারলি মাইনারস ব্র্যাডফোর্ডের একজন সাবেক মডেল তারকা। ২০১০ সালে তার বাবার মৃত্যুর পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তখন থেকেই রক্ষণশীল মুসলিম পোশাক পরতে শুরু করেন। ইসলাম গ্রহণের পর তিনি তার নাম রাখেন আইচা। সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয় এ ধরনের উপাদান তার কাছে রয়েছে, এমন সন্দেহে গত শুক্রবার তাকে আটক করা হয়। কিন্তু পরের দিনই তাকে ছেড়ে দেয়া হয়। সানডে টাইমসের রিপোর্ট এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের নর্থ ইস্ট কাউন্টার টেরোরিজম ইউনিটের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী কাজে ব্যবহৃত হয় এমন উপাদান থাকার সন্দেহে ব্র্যাডফোর্ড থেকে ২৭ বছর বয়সী ওই নারীকে আটক করে পুলিশ। এটা আমাদের চলমান তদন্তের একটি অংশ। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহে এবং সহিংসতা সমর্থনের অভিযোগে কিম্বারলি মাইনারসকে আটক করা হয় বলে তিনি জানান। তিনি বলেন, তাকে আপাতত জামিনে মুক্তি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আরো অনুসন্ধানের বিষয়টি বিচারাধীন আছে। ব্যবহৃত সোশ্যাল মিডিয়ায় সন্দেহভাজন সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ, যুদ্ধ ও বোমাবর্ষণের কয়েকটি ভিডিও শেয়ার করা হয়েছে বলে তিনি দাবি করেন। ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটকের পর ব্রিটিশ মডেল মুক্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ