প্রকাশ্যে এসেছে মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমার টিজার

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘জেকে ১৯৭১’ নির্মাণ করেছেন পরিচালক ফাখরুল আফিন। সম্প্রতি সিনেমাটির
জন্মদিনটি যশ কাটালেন জিমে শরীরচর্চা করে। নুসরাত তাকে কি উপহার দিলেন তা স্পষ্ট করেননি যশ। তবে নতুন একটি গাড়ির পটভূমিকায় ছবি পোস্ট করেছেন। আর কে না জানে যশের হবি- নিত্যনতুন গাড়ি চালানোর।
দশ অক্টোবর তার জন্মদিনে এই প্রথমবার সন্তান ঈশানের পিতৃত্ব স্বীকার করলেন অভিনেতা যশ দাসগুপ্ত। ঈশান যে যশ-নুসরাতের সন্তান তাই নিয়ে কোনও সন্দেহের অবকাশ ছিল না। শুধু, যশ দাসগুপ্ত এই কথা নিজের মুখে কখনও বলেননি।
জন্মদিনে তিনি সাফ জানিয়ে দিলেন, ঈশান তারই সন্তান। নুসরাত এক কাঠি ওপরে গিয়ে বললেন, কি করে বলা হচ্ছে ঈশান বিবাহবহির্ভূত সম্পর্কের ফসল? আপনারা জানেন কিছু? নুসরাতের এই কথায় অনুমান করা হচ্ছে ডিসেম্বরেই বিয়েটা সেরে নিয়েছেন যশরত। অন্তত মালা বদলটাতো বটেই। নুসরাত সিঁথিতে সিঁদুর পরেন। তা যে ওই যশের দান তা ক্রমশই প্রকট হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।