Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জঙ্গি হামলার শঙ্কায় মার্কিন সতর্কবার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন হোটেলে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে আফগানিস্তানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিবৃতিতে নিরাপত্তাজনিত কারণে কাবুলের সেরেনা হোটেল ও সংলগ্ন এলাকায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত অন্যত্র সরে যাওয়ার আহবান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যের পক্ষ থেকেও আফগানিস্তানে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিদ্যমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ব্রিটিশ নাগরিকরা যেন কোনও হোটেলে না থাকেন; বিশেষ করে কাবুলে সেরেনার মতো অভিজাত হোটেলে। আল-আরাবিয়া, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ