Inqilab Logo

শনিবার, ২১ মে ২০২২, ০৭ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৯ শাওয়াল ১৪৪৩ হিজরী

পাহাড়ি সড়ক থেকে বাস ছিটকে পড়ে নিহত ২৮

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২১, ১০:২৫ এএম

নেপালে এক সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। নেপালে সচরাচরই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। খারাপ সড়ক যোগাযোগ ও দুর্বল ব্যবস্থাপনার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

পাহাড়ি সড়ক থেকে বাস ছিটকে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দুপুরের পর উত্তর-পশ্চিম নেপালের মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, মুগু জেলা দিয়ে যাওয়ার সময় রোড থেকে ছিটকে বাসটি পাহাড় গড়িয়ে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট। তবে ব্রেক ফেল করে বাসটি দুর্ঘটনায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে, ধর্মীয় উৎসব ‘দাশাইন’ উদ্‌যাপনের পর তারা বাড়ি ফিরছিল।

আহত ১২ জনেরও বেশি যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার সময় ঠিক কতজন যাত্রী ওই বাসে ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেপাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ