Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বৃদ্ধকে হত্যার অভিযোগে ৪ জনের কারাদন্ড

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জের পশ্চিম ছাপড়হাটী গ্রামে জমি-জমা নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার দায়ে ৪ জনের প্রত্যেকে ৫ বছর করে সশ্রম কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা গত ১০ অক্টোবর এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পূর্ব থেকে আসামিরা কারাবন্দি ছিল। দ-প্রাপ্তরা হলো উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামের লাল মিয়ার পুত্র শামীম মিয়া (৩০), মাহাবুর মিয়া (৩২), মৃত বাশারত উল্ল্যাহ্র পুত্র লাল মিয়া (৬০) ও হাফিজার রহমানের পুত্র আব্দুর রশিদ (৪০)। জানা গেছে, পশ্চিম ছাপড়হাটী গ্রামের বৃদ্ধ মোহাম্মদ আলীর (৭২) সাথে প্রতিপক্ষের জমি-জমা নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ২০১৪ সালের ১২ জুলাই প্রতিপক্ষের সাথে মোহাম্মদ আলীর কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে প্রতিপক্ষরা মোহাম্মদ আলীকে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহত ব্যক্তির ছেলে জহুরুল ইসলাম বাদী হয়ে ওই ৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃদ্ধকে হত্যার অভিযোগে ৪ জনের কারাদন্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ