Inqilab Logo

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরী
শিরোনাম

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে উপজেলার কাশর গ্রামে অবস্থিত এডভান্স কম্পোজিট টেক্সটাইল লিঃ-এর শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, তাদের ২ মাসের বকেয়া বেতন বার বার আলোচনা করার পরও মিল কর্তৃপক্ষ পরিশোধ করছেন না। বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পরে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা তাদের অবরোধ তুলে নেয়। প্রায় ১ ঘণ্টা অবরোধের কারণে সড়কের দু-পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় ফলে যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হযরত আলী জানান, মিল মালিকের সাথে আলোচনা করে অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করার ব্যবস্থা করা হবে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
আরও পড়ুন