চাঁদপুরে গৃহবধূর লাশ উদ্ধার
চাঁদপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ আশিকাটি গ্রাম থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
খুলনার রূপসা উপজেলার নৈহাটী কালিবাড়ি বাজারের কাঁচামাল ব্যবসায়ী মোঃ জিয়াদুল ইসলামের (৫৬) বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। আজ বৃহষ্পতিবার (১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ দুর্ঘটনাটি ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দা মোঃ আবু বক্কর এর ছেলে মোঃ জিয়াদুল ইসলাম প্রতিদিনের মত ব্যবসায়িক কাজ শেষে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আকষ্মিকভাবে তার দোকানের ডিজিটাল বাটখারার ওপর পড়ে যান। বাটখারায় বিদ্যুৎ সংযোগ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।