Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

উখিয়ায় দুস্থ অসহায় রোগীদের পাশে রামু সেনানিবাসের চিকিৎসক দল

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২১, ১১:২১ পিএম | আপডেট : ১১:৫৭ পিএম, ১৪ অক্টোবর, ২০২১

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) উখিয়া উপজেলায় রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে ৬শত রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে। এ সময় রোগীদের মাঝে নিউরোলজি ও গাইনী চিকিৎসার পরামর্শসহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করা হয়।

রামু সেনানিবাস এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সেনা চিকিৎসকদল ইতোপূর্বে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে। চিকিৎসা সেবাসহ বিভিন্ন জনহীতকর কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর এ ধরণের কার্যক্রমকে স্থানীয় জনগণসহ বিভিন্ন শ্রেণীর মানুষজন সাধুবাদ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ