Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুক্তরাজ্যের ল্যাবে ৪৩ হাজার ভুয়া করোনার রিপোর্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

করোনার প্রায় ৪৩ হাজার ভুয়া রিপোর্ট দিয়েছে যুক্তরাজ্যের একটি ল্যাব। ল্যাবটি থেকে করোনাভাইরাস আক্রান্তদেরকে পজিটিভ রিপোর্ট না দিয়ে দেয়া হয়েছে করোনা নেগেটিভ রিপোর্ট। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ‘ইউকেএইচএসএ’ শুক্রবার প্রায় ৪৩ হাজার ভুয়া সনদ দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। ইউকেএইচএসএ কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের নির্দেশও দিয়েছে। ইউকেএইচএসএ’র এক বিবৃতিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবরের মধ্যে ল্যাব টেস্টের এসব ভুল রিপোর্ট পেয়েছে নমুনা দাতারা। এর মধ্যে বেশির ভাগই দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বাসিন্দা। মিথ্যা ও নেতিবাচক পরীক্ষার ফলাফলের প্রতিবেদনের কারণে সেন্ট্রাল ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটনের ল্যাবটিতে আরটি-পিসিআর পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ। যুক্তরাজ্য সরকার বলছে, পিসিআর পরীক্ষা এলএফডির তুলনায় বেশি নির্ভুল হয়। সুতরাং এলএফডি পরীক্ষায় পজিটিভ শনাক্ত হওয়ার পর যদি পিসিআর পরীক্ষায় নেগেটিভ আসে তবে মানুষ সেলফ-আইসোলেশনে থাকা বন্ধ করে দিতে পারে। তাই ল্যাবরেটরির পিসিআর পরীক্ষায় ভুল নেগেটিভ সনদের মানে হচ্ছে, ভুলবশত করোনাভাইরাস আক্রান্ত হাজার হাজার মানুষের সেলফ আইসোলেশন বন্ধ করার অনুমতি দিয়ে দেওয়া। এর ফলে অন্যদের সংক্রমিত হওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ