Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শেখ রাসেল আন্তর্জাতিক দাবা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে শেখ রাসেল আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা। টুর্নামেন্ট চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে খেলবেন বিশ্বের ৩২ জন গ্র্যান্ডমাস্টার। থাকবেন একজন নারী গ্র্যান্ডমাস্টার এবং ২০ জন আন্তর্জাতিক মাস্টারসহ শ’খানেক দাবাড়–। তবে বাংলাদেশের পাঁচ গ্র্যান্ডমাস্টারের মধ্যে খেলবেন তিনজন। এরা হলেন- নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। মায়ের মৃত্যুর জন্য গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব এবং স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশে থাকায় খেলতে পারবেন না আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। তবে আবু সুফিয়ান শাকিল, মিনহাজ উদ্দিন ও মোহাম্মদ ফাহাদ রহমানের মতো আন্তর্জাতিক মাস্টাররা খেলবেন শেখ রাসেল দাবায়। আরো থাকছেন বাংলার দাবার রানী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ। গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, ফেডারেশনের সদস্য মাহমুদা হক চৌধুরী মলি এবং টুর্নামেন্টের সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দাবাড়– নেদারল্যান্ডসের গ্র্যান্ডমাস্টার তিভিয়াকভ সারজেই।

শাহাবুদ্দিন শামীম বলেন, ‘দেশে এ যাবত কালের সবচেয়ে বড় টুর্নামেন্ট এটি। কারণ সর্বাধিক দাবাড়– অংশ নিচ্ছেন এ আসরে এবং সর্বোচ্চ প্রাইজমানি পাবেন তারা। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির টুর্নামেন্টে মোট ৫৫ হাজার মার্কিন ডলার প্রাইজমানির মধ্যে ১ থেকে ২০তম স্থান পাওয়া দাবাড়–রা পাবেন ৪৫ হাজার ডলার। এছাড়া বাংলাদেশি খেলোয়াড়রা পাবেন ১০ হাজার ডলারের প্রাইজমানি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক

এক প্রশ্নের জবাবে শামীম বলেন, ‘এটা ঠিক যে ২০০৮ সালের পর আমরা নতুন কোন গ্র্যান্ডমাস্টার পাইনি। তবে চেষ্টা করছি। গেল প্রায় দুই বছর করোনাভাইরাসের কারণে কোচিং প্রোগ্রাম করতে পারিনি আমরা। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমানকে গ্র্যান্ডমাস্টারের নর্ম অর্জন করানোর জন্য চেষ্টা করে যাচ্ছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবা

৯ জানুয়ারি, ২০২৩
১২ অক্টোবর, ২০২২
২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ