Inqilab Logo

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

এডেন উপসাগরে ইরানের তেল ট্যাংকারে হামলার চেষ্টা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ১০:১৮ এএম

এডেন উপসাগরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে আক্রমণের চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। বাহিনীটির প্রধান বলেছেন, উপসাগরে তেল ট্যাংকারে জলদস্যুদের হামলার চেষ্টা ইরানি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ঠেকিয়ে দিয়েছে। রবিবার (১৭ অক্টোবর) দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে।

নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শনিবার (১৬ অক্টোবর) সকালে এডেন উপসাগরে ইরানি বাণিজ্যিক তেল ট্যাংকারের এক বহরে জলদস্যুদের আক্রমণ প্রতিহত করতে সফল হয়েছেন নৌবাহিনীর কমান্ডোরা।
তিনি আরও বলেন, ইরানি যুদ্ধজাহাজ আলবোর্জের এসকর্টে দুটি তেল ট্যাংকার এডেন উপসাগরে এগিয়ে যাওয়ার সময় জলদস্যুদের পাঁচটি স্পিডবোড আক্রমণের চেষ্টা চালায়। পরবর্তীকালে ইরানি সামরিক বাহিনীর সদস্যরা জলদস্যুদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা এলাকাটি ছাড়তে বাধ্য হয়।
ইরানের নৌবাহিনীর ওই কমান্ডার এডেন উপসাগরের ঘটনাটিকে ‘সামুদ্রিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের নৌবাহিনী তেল পরিবহনে নিয়োজিত ট্যাংকারে সোমালিয়ার জলদস্যুদের হামলা প্রতিহত করতে এসকর্ট অপারেশন বৃদ্ধি করেছে।
বিশ্লেষকদের মতে, চলতি বছরের জুন মাসে ইরানের সামরিক দুটি যান— মারকান এবং সাহান্দ তেল ট্যাংকারে হামলা ঠেকাতে অভিযান শুরু করে। যা টানা চার মাসের বেশি সময় যাবত অভিযান অব্যাহত ছিল। এরপর প্রথমবারের মতো ইরানি এই যান আটলান্টিক মহাসাগরে যাত্রা করায় সেগুলো ভেনিজুয়েলার দিকে যাচ্ছে বলে ধারণা করেছিল মার্কিন প্রশাসন।
যদিও ইরানি সামরিক বাহিনীর এই দুই যান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নৌবাহিনীর যৌথ মহড়ায় অংশগ্রহণের পর ওয়াশিংটনের সেই ধারণা ভুল প্রমাণিত হয়। সূত্র : আল-জাজিরা, এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ