Inqilab Logo

বুধবার, ০১ ডিসেম্বর ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮, ২৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

চোখে কালো কাপড় বেধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ চবি শিক্ষকের

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ২:৩৮ পিএম

চোখে কালো কাপড় বেধে দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী প্রফেসর ড. মো: আতিকুর রহমান।

সোমবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত টানা এক ঘন্টা একাই অবস্থান কর্মসূচি পালন করেন প্রফেসর আতিকুর রহমান।

তিনি বলেন, সারাদেশে হিন্দু সম্প্রদায়ের জানমাল, ঘরবাড়ি ও উপাসনালয়ের উপর হামলার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এছাড়াও তিনি সরকারের কাছে হিন্দু সম্প্রদায়কে দেশের নাগরিক হিসেবে তাদের সুযোগ-সবিধা ও অধিকারগুলো নিশ্চিত করার দাবি জানান।

  

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ