Inqilab Logo

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

শেখ রাসেলর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যাহ্নভোজ করাল স্ট্যান্ডার্ড ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২১, ৮:১৫ পিএম | আপডেট : ৮:৩৫ পিএম, ১৮ অক্টোবর, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল’র ৫৬তম জন্মদিনে শিশু রাসেলের প্রতি ভালবাসা জানিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মধ্যাহ্নভোজ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করল স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। সোমবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিনে রাজধানীর স্যার সলিমুল্লাহ্ মুসলিম এতিমখানা, ছোটমনি শিশু নিবাস এতিমখানা এবং ডে কেয়ার অ্যান্ড বেবি মেসে বসবাসকারী সকল শিশুর জন্য এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এআয়োজনে শিশুদের মাঝে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম। মধ্যাহ্নভোজ শুরুর পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে মহান আল্লাহ্র দরবারে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আগামী দিনে রাষ্ট্রকে নেতৃত্ব দানে সকল শিশুর হৃদয়ে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয় যেন উজ্জীবিত থাকে সেই দোয়া করা হয়। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের বিসি অ্যান্ড সিএ ডিভিশনের প্রধান সোহেল এ রাহমানী, জনসংযোগ কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ এবং এতিমখানা তিনটির শিক্ষকবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ