Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘অনারারি ডক্টরেট’ ডিগ্রি পেলেন জমিয়ত নেতা মাওলানা শুয়াইব আহমদ

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ১:১৬ পিএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ইউকে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদকে মিশরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘মানসুরা ইউনিভার্সিটি’ কর্তৃক ‘অনারারি ডক্টরেট’ ডিগ্রি প্রদান করা হয়েছে। শনিবার মিশর সময় সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আশরাফ আব্দুল বাসিতের হাত থেকে ‘অনারারি ডক্টরেট’ ডিগ্রির সনদপত্র গ্রহণ করেন।
জানা গেছে, মিশরের দ্বিতীয় শ্রেষ্ঠ মানসুরা ইউনিভার্সিটি কর্তৃক প্রতি বছর বিশ্বের তিনজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বকে সম্মানসূচক অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণের জন্য ১২ অক্টোবর মাওলানা শুয়াইব আহমদ মানসুরা ইউনিভার্সিটির আমন্ত্রণে লন্ডন থেকে এক সপ্তাহের জন্য মিসর যান।
সনদ প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভার্সিটির রেজিস্ট্রার ড. জামাল ফারুক, আল আযহার ইউনিভার্সিটির শরিয়া বিভাগের ডিন ড. সাইয়্যেদ মাগরিবি, মানসুরা ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন ড. তামের ইবরাহিম এবং মিশরিয় সেনাবাহীনির ঊর্ধ্বতন কর্মকর্তা জেনারেল ড. খালেদ মাজিরী প্রমুখ। এছাড়া ডিগ্রি প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অফ সায়েন্টিস্টস অ্যান্ড সায়েন্টিফিক প্রফেশনস-এর উদ্যোগে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কাছ থেকেও প্রশংসাসূচক সনদ অর্জন করেন।
এ সময় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র এবং প্রবাসী বেশ কয়েকজন বাংলাদেশীও উপস্থিত ছিলেন। তাদের প্রতিও আন্তরিক শোকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। তিনি তার সকল সহকর্মী, শুভাকাক্সিক্ষ এবং দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন, যাতে নীতি-আদর্শের উপর অবিচল থেকে দ্বীনি শিক্ষার বিস্তার, দাওয়াহ কার্যক্রম এবং আর্তমানবতার সেবায় জীবনের শেষ নি:শ্বাস পর্যন্ত প্রতিটি মুহূর্ত যাতে কাজে লাগাতে পারেন।
মাওলানা শুয়াইব আহমদ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় করিমপুর গ্রামে ১৯৬৩ সালে জন্মগ্রহন করেন। তার পিতার নাম আলহাজ্ব রহমত মিয়া। ৫ বোন ও ১ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। স্থানীয় মাটিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার পরে তারাপাশা কওমি মাদরাসায় মাধ্যমিক শিক্ষা অর্জন করেন। পরে রাখালগঞ্জ আলিয়া মাদরাসায় কিছুদিন লেখাপড়া করে উচ্চশিক্ষার্থে ১৯৮৫ সালে চলে যান সৌদিআরব। সেখানে মক্কার উম্মুল কোরা মাদরাসায় ভর্তি হয়ে ৪ বছর লেখাপড়া করেন। ১৯৯২ সালে তিনি ইংল্যান্ড গমন করেন। তিনি মারকাজুল উলুম লন্ডনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তিনি জমিয়ত ছাড়া আরও বহু সংগঠন সংস্থার সাথে সম্পৃক্ত আছেন। ১৯৮৯ সালে তিনি পরিণয়সূত্রে আবদ্ধ হন। বর্তমানে ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।
এদিকে প্রিন্সপাল মাওলানা শোয়াইব আহমদ ডক্টরেট ডিগ্রি পাওয়ায় বিভিন্ন সংগঠন, সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সেক্রেটারি সৈয়দ তামিম আহমদ, যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি তাফহিমুল হক, সেক্রেটারি ইসহাক কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন নগরী, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার প্রমুখ এক বিবৃতিতে অভিনন্দন জানান।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ