Inqilab Logo

রোববার, ০৫ ডিসেম্বর ২০২১, ২০ অগ্রহায়ণ ১৪২৮, ২৯ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মতলবে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২১, ৯:২৮ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম নিহত হয়েছে। উপজেলার সুজাতপুর–বেলতলী সড়কের হরিনা এলাকায় ১৯ অক্টোবর বিকাল আনুমানিক সাড়ে চারটায় সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে ।

ঘটনার বিবরণে জানা যায়, আবুল খায়ের গ্রুপের সেলসম্যান সাইফুল ইসলাম (৩৮) প্রত্যেক দিনের ন্যায় তার কাজে বের হয় বিকাল চারটায় উপজেলার হরিনা এলাকায় সিএনজি–মোটরসাইকেল সংঘর্ষে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে মতলব সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সিএনজির ড্রাইভার পলাতক বলে জানা যায়।

মতলব উত্তর থানার ওসি শাহজাহান কামাল বলেন, ঘটনা আমি জেনেছি। লাশ মতলব দক্ষিণে থাকায় মতলব দক্ষিণ থানার পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠাবেন। তিনি আর ও জানান ঘটনার অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ