Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮, ০৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

রাজধানীতে বাসচাপায় স্কুটিচালক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২১, ৮:৪৪ পিএম

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাসচাপায় মো. সাইয়াদুর হোসেন (৪৩) নামে এক স্কুটিচালক নিহত হয়েছেন। স্কুটি চালানো অবস্থায় কাঁপতে কাঁপতে তিনি হঠাৎ রাস্তায় পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাসা পূর্ব নাখালপাড়া এলাকায় বলে জানা গেছে।

বুধবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

তিনি বলেন, নিহত ব্যক্তি স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। বিকেলে কারওয়ান বাজার এলাকার নিউ স্টার রেস্তোরাঁর সামনে তিনি কাঁপতে কাঁপতে সড়কের উপর পড়ে যান। এরপর তার পেছনে থাকা গুলিস্তান-আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইয়াদুরের মৃত্যু হয়।

তেজগাঁও থানার ওসি বলেন, নিহত ব্যক্তির কোনো রোগ ছিল কি-না বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। যে বাসটি তাকে চাপা দেয় তখন বাসের গতিও ছিল তুলনামূলক অনেক কম। ঘটনাস্থলে থাকা স্থানীয়দের সঙ্গে তাৎক্ষণিক কথা বলে বাসচালকের প্রাথমিকভাবে কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ