Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিরিয়ায় সেনাবাহিনীর পাল্টা অভিযানে ৪ শিশুসহ নিহত ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৯:০৬ এএম

সিরিয়ায় সরকারি বাহিনীর সশস্ত্র হামলায় পাঁচ শিশুসহ ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির ইদলিব প্রদেশের ইহসিম শহরে হওয়া এ হামলায় নববিবাহিত এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে ইদলিব শহরের উদ্দেশ্যে যাওয়া দুই শিশুসহ পাঁচজন নিহত হয়। পথিমধ্যে কামান গোলা নিক্ষেপ করে আসাদ বাহিনী তাদের হত্যা করে। সিরিয়ার ইদলিব প্রদেশকে প্রেসিডেন্ট আসাদবিরোধীদের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। নিহতের পরিবারের এক সদস্য সাংবাদিকদের বলেন, নতুন বিয়ে করা এক আত্মীয়কে শুভেচ্ছা জানাতে নিহতরা দক্ষিণ ইদলিবে যাওয়ার মধ্যে হঠাৎ তাদের ওপর কামানের গোলা নিক্ষেপ করে সরকারি বাহিনী। একই দিনে অন্য একটি রকেট হামলা করা হয়েছে দক্ষিণ ইদলিবের সারজা গ্রামে। সরকারি বাহিনীর করা এই রকেট হামলায় তিন শিশুসহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে একদিনেই সরকারি বাহিনীর হামলায় ইদলিবে ১১ জনের প্রাণহানির ঘটনা ঘটল।

ইদলিবে বোমা হামলায় ১৪ সেনা নিহতের ঘটনার পরপরই এ অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী।
বুধবার দামেস্কে আগে থেকেই পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণে হয় এ প্রাণহানি। ধারণা করা হচ্ছে, সেনা সদস্যদের বহনকারী বাস এলাকাটি পার হওয়ার সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে ঘটানো হয় বিস্ফোরণ। কেউ দায় স্বীকার না করলেও অভিযোগের তীর আইএসের দিকে। সূত্র : আল জাজিরা



 

Show all comments
  • নাকিব নাকিব নাকিব ২১ অক্টোবর, ২০২১, ৯:৪৯ এএম says : 0
    কবে বন্ধ হবে এই রক্তপাত!!
    Total Reply(0) Reply
  • সৈকত ফকির ২১ অক্টোবর, ২০২১, ৯:৪৯ এএম says : 0
    আর চায় না এই সয়ঘাত, ফিরে আসুক শান্তি।
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ২১ অক্টোবর, ২০২১, ৯:৫০ এএম says : 0
    অবুঝ শিশুরাও আজ ধরণীতে নিরাপদ নয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ