Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মামলা হচ্ছে বদরুন্নেসার সেই শিক্ষিকার বিরুদ্ধে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৯:১৭ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক, মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে আটক রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে র‌্যাবের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।


র‌্যাবের একটি সূত্র জানায়, সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। রাজধানীর রমনা থানায় মামলাটি হবে। সব আনুষ্ঠানিকতা শেষেই থানায় মামলাটি করা হবে।

এর আগে, বুধবার সকালে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করে র‌্যাব।

ওইদিন দুপুরে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনো ঘটনার সঙ্গে মিল নেই।

এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উসকানিমূলক তথ্য ছড়িয়েছেন। এতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল।



 

Show all comments
  • তানিম আশরাফ ২১ অক্টোবর, ২০২১, ৯:৪৮ এএম says : 0
    অপরাধী সবার সাজা হওয়া উচিত।
    Total Reply(0) Reply
  • নূরুজ্জামান নূর ২১ অক্টোবর, ২০২১, ৯:৪৮ এএম says : 0
    ঘটনা সত্যি হলে মামলা দিয়ে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হব।ে
    Total Reply(0) Reply
  • নাকিব নাকিব নাকিব ২১ অক্টোবর, ২০২১, ৯:৪৮ এএম says : 1
    তবে যেন হয়রানি না হয় িএকজন শিক্ষক, সেদিকে খেয়াল রাখতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ