Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাস খাদে, নিহত ১, আহত ১০

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ২:০০ পিএম

সাতক্ষীরায় ইজিবাইককে সাইড দিয়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে মো: রানা নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। এসময় অন্তত ১০জন বাস যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাস হেলপার মো: রানার বাড়ি পুরাতন সাতক্ষীরা এলাকায়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলুর রহমান জানান, বাসটি সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে বাসের হেলপাল ঘটনাস্থলেই নিহত ও অন্তত ১০জন আহত হয়েছেন।

তিনি জানান, পুলিশ, ফায়ার ব্রিগেড ও হাইওয়ে পুলিশ যৌথভাবে বাসটি খাদ থেকে তোলার চেষ্টা করছে। এছাড়া আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ