Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২১, ৯:১৯ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দাখিলকৃত মনোনয়নে ক্রুটি থাকায় তাদেরকে প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন অফিস কর্তৃক বাছাইকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্যা ২জন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে সাধারণ সদস্য ১জন ও মান্নারগাঁও ইউনিয়নে সাধারণ সদস্য প্রার্থী ১জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাছাইয়ে মনোনয়নপত্র বাতিলের পর চেয়ারম্যান প্রার্থী ৪৯জন, সাধারণ সদস্য ৩৬০জন ও সংরক্ষিত নারী সদস্যা ১০৬ জন বৈধ প্রার্থী রয়েছেন।

নির্বাচন অফিস জানিয়েছেন, রোববার (২৪ অক্টোবর) পর্যন্ত আপিল করা যাবে। সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে আপিল আবেদনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। ভোট গ্রহণ ১১ নভেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনামগঞ্জ

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ