Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মী মারা গেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

গত ১৭ মাসে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম এ তথ্য জানিয়েছেন। ১১৯টি দেশের কাছ থেকে পাওয়া পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি পাঁচ স্বাস্থ্যকর্মীর মধ্যে মাত্র দুজন করোনার টিকা পেয়েছেন। ধনী দেশগুলোর অসহযোগিতা এবং টিকা বিতরণে দেরি হওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন আধানম। তিনি বলেন, ‘এই মৃত্যু একটি মর্মান্তিক ক্ষতি।’ টিকা বিতরণে ধনী ও দেশগুলোর ব্যবধানের সমালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আফ্রিকা প্রতি ১০ জনের মধ্যে এক জনেরও কম স্বাস্থ্যকর্মী টিকার পূর্ণ ডোজ পেয়েছেন। বিপরীত দিক থেকে, ধনী দেশগুলোর ৮০ শতাংশ স্বাস্থ্যকর্মীই টিকার পূর্ণ ডোজ পেয়েছেন।’ রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ