Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণবাড়িয়ায় মুদ্রাপাচার প্রতিরোধে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় মুদ্রাপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের একটি সেন্টারে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইউনিট (বিএফআইইউ)-এর তত্বাবধানে ডাচবাংলা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সকল ব্যাংকের প্রতিনিধিদের জন্য লিড ব্যাংক হিসেবে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, বিএফআইইউ-এর উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রব। সভাপতিত্ব করেন ডাচবাংলার প্রধান মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো) আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি বলেন, ব্যাংকাররা জাতীয় এ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষিত হয়ে তাদের স্ব স্ব ব্যাংক ও গ্রাহকদের নৈতিকভাবে আর্থিক লেনদেনের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখবেন। কর্মশালায় বিভিন্ন ব্যাংকের অর্ধশতাধিক ব্যাংকার অংশগ্রহণ করেন।
বিএফআইইউ-এর রিসোর্সপার্সনগণ কর্মশালা পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ