Inqilab Logo

বুধবার, ২৫ মে ২০২২, ১১ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৩ শাওয়াল ১৪৪৩ হিজরী

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিখোঁজ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৮:৩৬ এএম

নরসিংদীর পলাশে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে অলি মিয়া (১৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোড়াশাল স্টেশনের পাশে নতুন রেলসেতুর মাঝে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের সঙ্গে থাকা বন্ধুর দাবি, অলি মিয়া রেলসেতুতে সেলফী তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যায় সে।

নিখোঁজ অলি মিয়া (১৯) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে।

স্থানীয় ও নিখোঁজের স্বজনদের সূত্রে জানা যায়, নিখোঁজ অলি মিয়া ও তার বন্ধু শাহজাহান শনিবার বিকেল ৪টার দিকে ঘোড়াশাল রেলস্টেশনের দিকে ঘুরতে আসে। পরে ছবি তোলার জন্য অলি ও তার বন্ধু শাহজাহান স্টেশনের পাশের রেলসেতুর মাঝে যান। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন সেতুতে চলে এলে শাহজাহান দৌড়ে সেতুর একপাশে চলে আসতে পারলেও অলি মিয়া পুরোপুরি সরে আসতে পারেননি। পরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সেতু থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যায় অলি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ