Inqilab Logo

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

শুধু নির্বোধ হলেই ‘গ্ল্যাডিয়েটর’ সিকুয়েল পরিচালনা থেকে বিরত থাকতেন স্যার রিডলি স্কট

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

স্যার রিডলি স্কট জানিয়েছেন, শুধু নির্বোধ হলেই তিনি ব্লকবাস্টার ফিল্ম ‘গ্ল্যাডিয়েটর’-এর সিকুয়েল পরিচালনায় অস্বীকৃতি জানাতে পারতেন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ইতিহাসভিত্তিক এপিক ফিল্মটির পরবর্তী পর্ব নির্মাণের বিষয়ে গুজব এখন খুব জোরালো। বিবিসি রেডিও টুকে স্কট বলেন, আমি সেটি পরিচালনা থেকে কী করে বিরত থাকতে পারি? আমি নির্বোধ হলেই সেটি পরিচালনা থেকে বিরত থাকতে পারি, তাই নয় কি? মূল চলচ্চিত্রে রাসেল ক্রো রোমান সেনাপতি থেকে গ্ল্যাডিয়েটর যোদ্ধায় পরিণত ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াসের ভূমিকায় অভিনয় করে অস্কার জয় করেন। পরিচালক এর আগে জানিয়েছিলেন য়োয়াকিন ফিনিক্স এবং জোডি কোমারের অভিনয়ে নেপোলিয়ন বোনাপার্টকে নিয়ে নির্মীয়মাণ ‘কিটব্যাগ’ নির্মাণের কাজ শেষ করে তিনি সিকুয়েলটি নিয়ে কাজ শুরু করবেন। ৮৩ বছর বয়সী পরিচালক বলেন : “আমি পরবর্তী ‘গ্ল্যাডিয়েটর’-এর কাহিনী লেখা শেষ করেছি। সুতরাং নেপোলিয়নের কাজ শেষ করেই আমি ‘গ্ল্যাডিয়েটর’ শুরু করব। রিডলি ইতোপূর্বে ‘এলিয়েন’ এবং ‘থেলমা অ্যান্ড লোইস’ পরিচালনা করেছেন, তবে তিনি ‘গ্ল্যাডিয়েটর’কে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ম মনে করেন। তিনি বলেন, ৩০টি চলচ্চিত্র নির্মাণের পর ‘গ্ল্যাডিয়েটর’ সম্ভবত এক দুই বা তিন নম্বরে স্থান পাবে। ২০ বছরের অভিনয় পেশায় ক্রো নিজেও এটি নিয়ে গর্ব করেন বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ