Inqilab Logo

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮, ২২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আঙ্গুরি ভাবির ভূমিকায় সানন্দ ভার্মা

| প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৭ এএম

সনন্দ ভার্মা জনপ্রিয় সিটকম ‘ভাবি জি ঘর পার হ্যায়’তে ছিটগ্রস্ত আনোখেলাল সাক্সেনার ভূমিকায় অভিনয় করে থাকেন। সম্প্রতি তিনি সিরিজের অন্যতম প্রধান চরিত্র আঙ্গুরি ভাবির ভূমিকায় অভিনয় করে দর্শকদের চমৎকৃত করেছেন। এই বিশেষ সিকুয়েন্সের ব্যাপারে সানন্দ বলেন : “ সিরিজে আঙ্গুরি আর তার স্বামী মনমোহন তিওয়ারির মধ্যে ভুল বোঝাবুঝি হয় এবং আঙ্গুরি বাড়ি ছেড়ে চলে যায়। তিওয়ারি আমার উপকার করায় আমি তার পাশে থাকার সিদ্ধান্ত নিই। এছাড়া আমি এমন কিছু করতে চাই যাতে আঙ্গুরি আর তিওয়ারির সন্ধি হয়।” “আসলে আমার আঙ্গুরিকে অনুকরণ করার কথা ছিল না। আমার ভারসাম্য রেখে হাস্যকর চরিত্র করার কথা ছিল। এটি ছিল মজার একটি দৃশ্য। নিশ্চিত দর্শকদের ভাল লাগবে। ‘ভাবি জি ঘর পার হ্যায়’তে শুভাঙ্গি আত্রে আঙ্গুরির ভূমিকায় অভিনয় করেন। অভিনেত্রী নিজেও সানন্দকে তার সাজে দেখে মজা পেয়েছেন। “তিনি খুব খুশি হয়েছেন, তিনি জানান তার সাজে আমাকে খুব সুন্দ লাগছে। শুভাঙ্গি নিজেও একসময় আমার সাজে অভিনয় করেছেন। এখন ছক উল্টে গেল,” সানন্দ বলে। তিনি আরও বলেন, ফিল্ম ও ওটিটির বিপরীতে টিভিতে একটি চরিত্রের প্রস্তুতির জন্য বেশি সময় পাওয়া যায় না কারণ প্রতিদিন এপিসোড থাকে। শুধু সামনে যা থাকে তা দেখেই প্রস্তুতি নিতে হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ