Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভোটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাচ্ছে জম্মু-কাশ্মীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

আসন পুনর্বিন্যাসের পর অনুষ্ঠিত নির্বাচনের পর রাজ্যের মর্যাদা ফিরে পেতে পারে জম্মু-কাশ্মীর। শনিবার তিনদিনের উপত্যকা সফরে গিয়ে একথা বলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা ও সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম সেখানে সফর করছেন তিনি। অমিত শাহ এমন সময় কাশ্মীর সফর করছেন যখন উপত্যকায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। হামলা চালানো হয়েছে অন্য রাজ্যের শ্রমিক ও কাশ্মীরের পণ্ডিতদের ওপর। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে ভারতীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছে। শ্রীনগরের যুব ক্লাবের সদস্যদের উদ্দেশ করে দেওয়া ভাষণে অমিত শাহ বলেন, কেন আমরা আসন পুনর্বিন্যাস থামাব? কিছুই থামবে না। পুনর্বিন্যাসের পর নির্বাচন হবে এবং পরে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। অমিত শাহ বলেছেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত অপরিবর্তনযোগ্য। ২০১৯ সালের ৫ আগস্টের পর কাশ্মীরে যোগাযোগ বন্ধ ও কারফিউ জারি সমর্থন করে ভারতীয় মন্ত্রী বলেন, জীবন বাঁচাতে এটি ছিল তিক্ত ওষুধ। এনডিটিভি, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জম্মু-কাশ্মীর

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ