Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘মওকা মওকা’ হরভজনকে খুঁজে পাচ্ছেন না শোয়েব আকতার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ৮:৫৮ এএম

ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসে দেখানো ‘মওকা মওকা’ বিজ্ঞাপন উপলক্ষ্যে গত ১৬ অক্টোবর শোয়েবকে খোঁচা দিয়ে হরভজন বলেন, ‘আমি শোয়েবকে বলেছি— আমাদের বিরুদ্ধে খেলতে নামার কোনো মানেই হয় না। তোমরা একটা কাজ করতে পার, সেটি ওয়াকওভার (খেলতে অস্বীকৃতি জানানো)। তোমরা খেলবে, আবার হারবে। সেটি তোমাদের হতাশ করবে। আমাদের দল অনেক শক্তিশালী। তোমাদের খুব সহজেই হারিয়ে দেবে। শোয়েব, আমি কোনো সুযোগই দেখছি না। আমরা তোমাদের স্রেফ উড়িয়ে দিব। তাই খেলে আর কী দরকার!’

পাকিস্তান-ভারতের ম্যাচের আগে কথাই লড়াইয়ে জড়িয়ে পড়েন পাকিস্তানী সাবেক ফাস্ট বোলার ক্রিকেট তারকা শোয়েব আকতার ও ভারত দলের সাবেক স্পিনার হরভজন সিং। ভারত-পাকিস্তানের বহু ম্যাচের সাক্ষী ভারত দলের সাবেক স্পিনার হরভজন সিং ও পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানের বিপক্ষে ভারতের একচেটিয়ে আধিপত্যের কারণে শোয়েবকে কটাক্ষ করেছিলেন হরভজন। পরাজয়ের ভয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ভারতের বিপক্ষে মাঠে না নামতে পরামর্শ দিয়েছিলেন।

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’কে খোঁচা দিয়ে হরভজন বলেছিলেন, ‘তোমরা খেলবে, আবার হারবে।’

সে সময় হরভজনের তীর্যক সব বাক্য দাঁতে দাঁত চেপে হজম করেছিলেন শোয়েব আখতার।

তবে রোববারের ম্যাচের পর আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কিছু কথা শোনানোর জন্য হরভজনকে খুঁজছেন শোয়েব।

রোববার দুবাইয়ে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে রীতিমতো নাস্তানাবুদ করে ছেড়েছে পাকিস্তান। ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছেন পাক অধিনায়ক বাবর আজম।

ম্যাচ শেষ হতেই শোয়েব আখতার নিজের সোশ্যাল মিডিয়ায় ঊর্দু ভাষায় কয়েকটি শব্দ লিখেছেন, যা পোস্টের পরপরই মূহূর্তে ভাইরাল।

শোয়েব লিখেছেন, ‘কাহা হো ইয়ার হারভাজন সিং? বাংলায় - কোথায় হারিয়ে গেলে বন্ধু হরভজন সিং?’

শোয়েবের এই পোস্ট ব্যাপক আলোড়ন তুলেছে ফেসবুকে। পোস্টের পর এক ঘণ্টায় ১ লাখ ৪০ হাজার রিয়েক্ট জমা পড়েছে। শেয়ার হয়েছে ২১ হাজারের বেশি। পোস্টের তলায় মন্তব্য জমা পড়েছে ৩৩ হাজারের বেশি।

মজার মজার মন্তব্য করছেন নেটিজেনরা।



 

Show all comments
  • Billal Hossain Murad ২৫ অক্টোবর, ২০২১, ৯:২২ এএম says : 0
    লে, মকা মকা
    Total Reply(0) Reply
  • Alamgir Hossain ২৫ অক্টোবর, ২০২১, ৯:২২ এএম says : 0
    পালিয়েছে
    Total Reply(0) Reply
  • Sheikh Shohel ২৫ অক্টোবর, ২০২১, ৯:২৩ এএম says : 0
    অনেক দিন পরে ভাল খেলা দেখলাম
    Total Reply(0) Reply
  • Didarul Alam Sumon ২৫ অক্টোবর, ২০২১, ৯:২৪ এএম says : 0
    বাংলাদেশ হেরে যাওয়ায় বন্ধু রাষ্ট্র ভারতও ইচ্ছা করে হেরে গেছে। বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয়!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শোয়েব আকতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ